নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। হনুমান মূর্তি থেকে গদা উঠিয়ে নেওয়ার কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।
তিনি জানান, আটকের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন। ইকবাল কোরআন রাখার এবং গদা সরানোর কথা স্বীকার করেছেন। কিন্তু কেন বা কার নির্দেশে সে এই কাজ করেছেন সে ব্যাপারে ইকবাল কিছু জানাননি।
গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে আটক হওয়া ইকবালকে আজ দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। আনার পর থেকে পুলিশের একাধিক দল তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।
দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ দল ইকবালকে নিয়ে পুলিশ লাইনসে পৌঁছায়। গত রাতে কক্সবাজার পুলিশের হাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আটক হন তিনি। রাতেই কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের নেতৃত্বে একটি দল কক্সবাজার গিয়ে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ লাইনসে নিয়ে আসেন।
দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর সাংবাদিকদের বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করবো, আমাদের কিছু প্রসেস আছে সেগুলো শেষ করবো, তারপর আপনাদের যথাসময়ে সবকিছু জানানো হবে।
তিনি আরও বলেন, জাতিগতভাবে যে একটা সমস্যা হয়েছিল একটা ঘটনার কারণে। আমরা চাই সবাই সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে থাকবো। সকলের সম্মিলিত সহযোগিতা আমাদের সাহস জুগিয়েছে। আমরা যথাসময়ে বিস্তারিত আপনাদের অবশ্যই জানাব।
জেলা পুলিশের ডিআইও-১ মনির আহমেদ আজকের পত্রিকাকে জানান, ইকবালকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য জানানো হবে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। এ ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে মন্দির ভাঙচুর হয়। সেখানে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে।
কুমিল্লার নানুয়ার দিঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ইকবাল হোসেন। হনুমান মূর্তি থেকে গদা উঠিয়ে নেওয়ার কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
আজ শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা।
তিনি জানান, আটকের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছেন। ইকবাল কোরআন রাখার এবং গদা সরানোর কথা স্বীকার করেছেন। কিন্তু কেন বা কার নির্দেশে সে এই কাজ করেছেন সে ব্যাপারে ইকবাল কিছু জানাননি।
গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে আটক হওয়া ইকবালকে আজ দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ লাইনসে নিয়ে আসা হয়। আনার পর থেকে পুলিশের একাধিক দল তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।
দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ দল ইকবালকে নিয়ে পুলিশ লাইনসে পৌঁছায়। গত রাতে কক্সবাজার পুলিশের হাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আটক হন তিনি। রাতেই কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারের নেতৃত্বে একটি দল কক্সবাজার গিয়ে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশ লাইনসে নিয়ে আসেন।
দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর সাংবাদিকদের বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করবো, আমাদের কিছু প্রসেস আছে সেগুলো শেষ করবো, তারপর আপনাদের যথাসময়ে সবকিছু জানানো হবে।
তিনি আরও বলেন, জাতিগতভাবে যে একটা সমস্যা হয়েছিল একটা ঘটনার কারণে। আমরা চাই সবাই সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে থাকবো। সকলের সম্মিলিত সহযোগিতা আমাদের সাহস জুগিয়েছে। আমরা যথাসময়ে বিস্তারিত আপনাদের অবশ্যই জানাব।
জেলা পুলিশের ডিআইও-১ মনির আহমেদ আজকের পত্রিকাকে জানান, ইকবালকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য জানানো হবে।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীর দিন গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির উত্তর পাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। এ ঘটনার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে মন্দির ভাঙচুর হয়। সেখানে পুলিশের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় ইকবাল নামের এক যুবককে শনাক্ত করে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে