চবি প্রতিনিধি
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে নগরীতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে ক্যাম্পাসেও সংবাদ প্রদর্শনী চলবে। কর্মসূচির মধ্যে থাকবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আগামী সপ্তাহে এই কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে টানা তিন দিন ধরে চলা এই সংবাদ প্রদর্শনীতে চারটি ব্যানারে ৬৪টি সংবাদ প্রদর্শন করা হয়।
অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করব। একই সঙ্গে আমাদের অবস্থান কর্মসূচি ও সংবাদ প্রদর্শনী যুগপৎ চলবে। প্রতিদিন নতুন নতুন সংবাদ প্রদর্শনীতে যুক্ত হবে। প্রেসক্লাবের কর্মসূচির সময়সূচি শহরের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’
তিনি বলেন, ‘আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকেই আমাদের প্রদর্শনী দেখতে আসছেন। তাদের অনেকেই এই সব সংবাদ সম্পর্কে জানতেন না। এক জায়গায় এতগুলো সংবাদ আছে জেনে অনেকেই আসছেন। তারা মনে করেন এ ধরনের প্রতিবাদ হওয়া দরকার।’
এর আগে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
পরবর্তীতে উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ অনশন করেন তাঁরা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়।
এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে নগরীতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে ক্যাম্পাসেও সংবাদ প্রদর্শনী চলবে। কর্মসূচির মধ্যে থাকবে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। আগামী সপ্তাহে এই কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে টানা তিন দিন ধরে চলা এই সংবাদ প্রদর্শনীতে চারটি ব্যানারে ৬৪টি সংবাদ প্রদর্শন করা হয়।
অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামী সপ্তাহে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করব। একই সঙ্গে আমাদের অবস্থান কর্মসূচি ও সংবাদ প্রদর্শনী যুগপৎ চলবে। প্রতিদিন নতুন নতুন সংবাদ প্রদর্শনীতে যুক্ত হবে। প্রেসক্লাবের কর্মসূচির সময়সূচি শহরের সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’
তিনি বলেন, ‘আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকেই আমাদের প্রদর্শনী দেখতে আসছেন। তাদের অনেকেই এই সব সংবাদ সম্পর্কে জানতেন না। এক জায়গায় এতগুলো সংবাদ আছে জেনে অনেকেই আসছেন। তারা মনে করেন এ ধরনের প্রতিবাদ হওয়া দরকার।’
এর আগে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
পরবর্তীতে উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ অনশন করেন তাঁরা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করা হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে