শিশু নিখোঁজের গুজব: পোশাক ও নির্মাণশ্রমিকদের সংঘর্ষ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image
প্রতীকী ছবি

এক শিশু নিখোঁজের গুজবকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পোশাক ও নির্মাণশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে সিইপিজেডের ভেতরে ২ ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন শিশু একটি নির্মাণাধীন ভবনে ঢুকেছিল; যার একজন নিখোঁজ রয়েছে অভিযোগ তুলে পোশাকশ্রমিকেরা নির্মাণশ্রমিকদের ওপর চড়াও হন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী উভয় পক্ষকে শান্ত করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপকমিশনার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়টি গুজব ছিল। ইপিজেডের ভেতরে নির্মাণশ্রমিকদের সঙ্গে মীমাংসা হলেও রাত সাড়ে ১১টা পর্যন্ত সড়কে অবস্থান করেছেন পোশাকশ্রমিকেরা।’

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, ‘গুজব ছড়ানোর পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তেমন গুরুতর নয়।’

ইপিজেড এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কয়েকটি কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় বেরিয়ে এসে একটি নির্মাণাধীন ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে ইপিজেড থানা, শিল্প পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত