দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দ্বন্দ্বের মীমাংসা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সমঝোতা বৈঠকে উভয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের নিরসন হয়। তবে সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় কে দোষী ভিডিও ফুটেজ দেখে তা বের করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার মীমাংসার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। একজন আরেকজনকে ‘সরি’ বলেছেন। তবে কে দোষী তা ভিডিও ফুটেজ থেকে বের করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনি জানান, এই বৈঠকেই আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আ. লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, চট্টগ্রামের বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে, দুই নেতার মধ্যে সমঝোতা ও সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় খুশি দেবিদ্বারের তৃণমূল আওয়ামী লীগ। দলের এক নেতা জানান, ভবিষ্যতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। আশা করছি সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।
এর আগে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে গত ১৬ জুন কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে দ্বন্দ্বের মীমাংসা হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৪) রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের। রোববার বিকেল ৪টায় ধানমন্ডির সভানেত্রীর কার্যালয়ে সমঝোতা বৈঠকে উভয়ের মধ্যে চলমান দ্বন্দ্বের নিরসন হয়। তবে সংসদ ভবনের এলডি হলে ঘটে যাওয়া হাতাহাতির ঘটনায় কে দোষী ভিডিও ফুটেজ দেখে তা বের করার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার মীমাংসার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই নেতার মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। একজন আরেকজনকে ‘সরি’ বলেছেন। তবে কে দোষী তা ভিডিও ফুটেজ থেকে বের করার জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনি জানান, এই বৈঠকেই আগামী ২ সেপ্টেম্বর দেবিদ্বার উপজেলা আ. লীগের সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, চট্টগ্রামের বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারসহ উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এদিকে, দুই নেতার মধ্যে সমঝোতা ও সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ হওয়ায় খুশি দেবিদ্বারের তৃণমূল আওয়ামী লীগ। দলের এক নেতা জানান, ভবিষ্যতে এমপি ও উপজেলা চেয়ারম্যানের সমন্বয়ে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী একটি সংগঠন হবে।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল আউয়াল জানান, এমপি ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মীমাংসা হয়েছে। একে অপরকে ‘সরি’ বলে জড়িয়ে ধরে কোলাকুলি করেছেন। আশা করছি সামনের দিনে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পাবে।
এর আগে জাতীয় সংসদের মেম্বারস ক্লাবে গত ১৬ জুন কুমিল্লা দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৫ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৫ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে