নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আব্দুস শুক্কুর নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার এবং রফিকুল ইসলাম রফিক হালিশহর থানার ছোটপুল এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাত ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত।
অপরদিকে গত শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস শুক্কুর (৬০) ও রফিকুল ইসলাম (৭৩) নামের দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। আজ সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, আব্দুস শুক্কুর নগরের চান্দগাঁও থানার দক্ষিণ মোহরার এবং রফিকুল ইসলাম রফিক হালিশহর থানার ছোটপুল এলাকার বাসিন্দা। গতকাল রোববার রাত ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আব্দুস শুক্কুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১টা ৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠান আদালত।
অপরদিকে গত শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রফিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে। পরে ওই দিন রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার বিকেলে তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২৭ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
৩২ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
৩৫ মিনিট আগে