আওয়ামী লীগ নেতা ইকবাল হত্যা: দলের ৪ নেতার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২০: ১৩
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদকসহ ৪ জনের মৃত্যুদণ্ড এবং ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়েছে। 

আজ বুধবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিম উল্লাহ চৌধুরীর এই রায় ঘোষণা দেন। ট্রাইব্যুনালের আইনজীবী অশোক কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন-ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমত আলী ও দলের নেতা মোকাররম হোসেন সোহেল। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সরাইল উপজেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার, আব্দুল জব্বার, ইদ্রিস, বাবু, হারিস, বকুল, লিমন, আব্দুল্লাহ, শরীফ ও মিজা। 

এই মামলায় ১৩ জনকে খালাস দেওয়ার কথা জানান অশোক কুমার দাস। 

ইকবাল আজাদ সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ বর্তমানে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির সাধারণ সম্পাদক। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। 

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় ইকবাল আজাদ সরাইল থানা ভবনের কাছে খুন হন। পরদিন তার ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

পরে এ মামলায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম (প্রয়াত), সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেক মিয়া (প্রয়াত), তৎকালীন সাধারণ সম্পাদক ও তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক তৎকালীন সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন কমান্ডার ইসমত আলী, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের তৎকালীন সভাপতি মাহফুজ আলী, সাবেক সহসভাপতি আল ইমরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ ২৯ নেতাকর্মীকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। 

আসামিদের মধ্যে দুজন মারা গেছেন ও ছয়জন পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত