জুরাছড়িতে শিক্ষিকার বাইক পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধি (রাঙামাটি) জুরাছড়ি
Thumbnail image

রাঙামাটির জুরাছড়িতে দুর্বৃত্তরা শিক্ষিকার বাইক পুড়িয়ে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মোহনা আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এই ঘটনার সুষ্ঠু তদন্তের কাজ করা হচ্ছে বলে জানান তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের পূর্ব ফ্ল্যাটে অনেক দিন ধরে থাকেন একমাত্র মেয়েকে নিয়ে শিউলি চাকমা। তিনি মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। 

এ বিষয়ে শিউলি চাকমা মোবাইল ফোনে বলেন, ‘ভবনের গেট তালাবদ্ধ থাকে। গতকাল বিশেষ কাজে রাঙামাটি এসেছি। ঘটনার খবর পাই আজ ভোরে। আমি কাউকে ক্ষতি করিনি, সাদামাঠা জীবন–যাপন করছি। অথচ স্কুলে যাওয়ার একমাত্র ভরসা বাইকটি পুড়িয়ে দিল।’ 

শিউলি চাকমা আরও বলেন, ‘আমি তো কোনো রাজনীতি করি না, আমি সরকারি ভবনে অবস্থান করে সরকারি চাকরি করে যাচ্ছি-তাহলে আমার অনেক কষ্টে কেনা বাইক পুড়ে দিল কেন?’ তিনি নিরাপত্তা নিয়ে সংশয়ের কথা জানান। রাঙামাটি থেকে ফিরে জুরাছড়ি থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।

জুরাছড়ি থানার উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, ‘ঘটনা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এখনই যা করার করা হচ্ছে। ভুক্তভোগী মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত