পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠান শেষে পটিয়া উপজেলা থেকে নিজ গ্রামের বাড়ি শোভনদণ্ডী ইউনিয়ন এলাকায় যাওয়ার সময় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।
জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টা সময় সিএনজি করে শোভনদণ্ডী ইউনিয়নের আবাহানা স্থানে পৌঁছালে একদল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করে। এতে তিনি গুরুতর আহত হয়। এ সময় নেতা কর্মীরা তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রাত ৭.৪৫ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় লোকজন এহসান চেয়ারম্যানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তাঁর নাক, মুখ ও চোখসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তাঁকে চোখের একটা সিটি স্ক্যান পরীক্ষা করার জন্য বলেছি।
শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছানুল হক জানান, আমার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এক দল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের অনুষ্ঠান শেষে পটিয়া উপজেলা থেকে নিজ গ্রামের বাড়ি শোভনদণ্ডী ইউনিয়ন এলাকায় যাওয়ার সময় শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েতের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে বাড়ি ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।
জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৬টা সময় সিএনজি করে শোভনদণ্ডী ইউনিয়নের আবাহানা স্থানে পৌঁছালে একদল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করে। এতে তিনি গুরুতর আহত হয়। এ সময় নেতা কর্মীরা তাঁকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
এ ব্যাপারে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, রাত ৭.৪৫ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় লোকজন এহসান চেয়ারম্যানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়েছি। তাঁর নাক, মুখ ও চোখসহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা তাঁকে চোখের একটা সিটি স্ক্যান পরীক্ষা করার জন্য বলেছি।
শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছানুল হক জানান, আমার ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এক দল সন্ত্রাসী চেয়ারম্যানের ওপর হামলার করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে পোস্ট করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার জুলুহার বাজারে এই হামলার ঘটনা ঘটে। থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
১৬ মিনিট আগেনেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় এই ঝটিকা মিছিল করার পর রাতে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় অপরাধীর বিচারসহ ১১ দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তালা দেওয়ার পর দাবি পূরণে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ১টার
২৯ মিনিট আগেরাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতির কারণে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে বেশ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করলে গতকাল শনিবার তাঁদের ওপর কবি নজরুল কলেজের কিছু শিক্ষার্থী হামলা করে বলে অভিযোগ করা হয়।
৪৪ মিনিট আগে