প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা মহামরিতেও থেমে নেই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন তারা। এসডিজি অর্জন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কোভিড-১৯ পরিস্থিতিতেও তাঁদের কার্যক্রম অব্যাহত আছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা মহামারিকালে বাড়ি বাড়ি পরিদর্শন করে সেবা প্রদান, স্যাটেলাইট ক্লিনিকে সেবাসহ উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবাদান কার্যক্রম চলমান রেখেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এরই মধ্যে এ বিভাগের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় এএমআইএস এ সুপারভিশন ও মনিটরিং করা হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে সপ্তাহে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি সেবা কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও কিশোর কিশোরীদের স্বাস্থ্যগত উন্নয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে চালু করা হয়েছে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার। ৪৫ দিনের মধ্যে অনলাইনে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বিতভাবে সহযোগিতা করে কাজ করে যাচ্ছে এ বিভাগের কর্মীরা।
এছাড়াও কোভিড-১৯ বৈশ্বিক মহামারিকালে উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে ২৯৬ জনকে বিনামূল্যে নরমার ডেলিভারি সেবা প্রদান করা হয়েছে। ছয় হাজার ২২৬ জনকে প্রসবোত্তর ও দুই হাজার ৫২৭ জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। তা ছাড়া কোভিড উপসর্গ নিয়ে আসা তিন হাজার ৮২৯ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ও এপিআই কার্যক্রমে এ বিভাগের কর্মীরা অংশ গ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, ‘আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ মানুষের দোরগোড়ায় সর্বক্ষণিক সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এ উপজেলায়, এসডিজি অর্জন এবং মাতৃ মৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করতে জিরো হোম ডেলিভারি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
মো. ফারুক আহমেদ আরও বলেন, ‘নারী প্রতি গড় সন্তান সংখ্যা ২.০ এ নামিয়ে আনা, পরিবার পরিকল্পনা পরিকল্পনা গ্রহণকারীর হার ৮৫% উন্নীত করা ও ব্যবহারকারীর হার ৬৫% উন্নীত করা হয়েছে। এ ছাড়াও অপূর্ণ চাহিদার হার ৭% এ কমিয়ে আনা, স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহীতার হার ২০% এ উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় কার্যক্রম চলমান আছে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় করোনা মহামরিতেও থেমে নেই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ জাতি গঠনে বিরামহীন কাজ করে যাচ্ছেন তারা। এসডিজি অর্জন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কোভিড-১৯ পরিস্থিতিতেও তাঁদের কার্যক্রম অব্যাহত আছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা মহামারিকালে বাড়ি বাড়ি পরিদর্শন করে সেবা প্রদান, স্যাটেলাইট ক্লিনিকে সেবাসহ উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবাদান কার্যক্রম চলমান রেখেছে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এরই মধ্যে এ বিভাগের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় এএমআইএস এ সুপারভিশন ও মনিটরিং করা হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে সপ্তাহে ২৪ ঘণ্টা নরমাল ডেলিভারি সেবা কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়াও কিশোর কিশোরীদের স্বাস্থ্যগত উন্নয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে চালু করা হয়েছে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কর্নার। ৪৫ দিনের মধ্যে অনলাইনে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে সমন্বিতভাবে সহযোগিতা করে কাজ করে যাচ্ছে এ বিভাগের কর্মীরা।
এছাড়াও কোভিড-১৯ বৈশ্বিক মহামারিকালে উপজেলার ছয়টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে ২৯৬ জনকে বিনামূল্যে নরমার ডেলিভারি সেবা প্রদান করা হয়েছে। ছয় হাজার ২২৬ জনকে প্রসবোত্তর ও দুই হাজার ৫২৭ জনকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। তা ছাড়া কোভিড উপসর্গ নিয়ে আসা তিন হাজার ৮২৯ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন ও এপিআই কার্যক্রমে এ বিভাগের কর্মীরা অংশ গ্রহণ করে সক্রিয় ভূমিকা পালন করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বলেন, ‘আমরা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ মানুষের দোরগোড়ায় সর্বক্ষণিক সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এ উপজেলায়, এসডিজি অর্জন এবং মাতৃ মৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করতে জিরো হোম ডেলিভারি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
মো. ফারুক আহমেদ আরও বলেন, ‘নারী প্রতি গড় সন্তান সংখ্যা ২.০ এ নামিয়ে আনা, পরিবার পরিকল্পনা পরিকল্পনা গ্রহণকারীর হার ৮৫% উন্নীত করা ও ব্যবহারকারীর হার ৬৫% উন্নীত করা হয়েছে। এ ছাড়াও অপূর্ণ চাহিদার হার ৭% এ কমিয়ে আনা, স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি গ্রহীতার হার ২০% এ উন্নীত করার লক্ষ্যে বিভাগীয় কার্যক্রম চলমান আছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে