Ajker Patrika

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর কারাগারে 

চট্টগ্রামে ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বড় ভাই মো. জহির উল্লাহর দায়ের করা মামলায় ছোট ভাই আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আরাফাত উল্লাহ সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালত এ আদেশ দেন। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী নাজিম উদ্দিন।

মামলায় উল্লেখ করা হয়, বাদী জীবিকার তাগিদে ১৯৯৫ সালে বিদেশ যান। সেখান থেকে অর্জিত টাকা দিয়ে নিজের জমিতে সোয়া দুই কোটি টাকায় একটি ভবন করেন। ভবনটি নির্মাণের সময় দেখভালের দায়িত্ব পালন করেন কাউন্সিলর আরাফাত উল্লাহ। ভবন নির্মাণের টাকা থেকেই ৪১ লাখ ১১ হাজার ৬৭১ টাকা আত্মসাত করেন। গত বছর ১২ অক্টোবর আদালতে দায়ের করা মামলায় তিনি একথা উল্লেখ করেন জহির উল্লাহ।

একই বছরের ২৫ ডিসেম্বর সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় আরাফাতকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বাদীর আইনজীবী মাজহার উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় কাউন্সিলর আরাফাত উল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত