চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কাউকে ভুলে যান না। অতিমারির সময় তিনি সব শ্রেণিপেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন। সাংবাদিকেরাও বাদ পড়েননি। তিনি যেমন কাউকে ভুলে যান না, সেটা যেন আমরা মনে রাখি। শেখ হাসিনার হাত ধরেই আজ দেশ এগিয়ে চলেছে, তাঁর হাতেই দেশ নিরাপদ।’
আজ শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে জেলার আট উপজেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে পথ দেখিয়ে গেছেন। সেই দেখানো পথে তাঁর কন্যা আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশের নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর আমরা এখন স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে পারব। আমরা উন্নয়নশীল দেশের কাতারে শামিল হচ্ছি।’
দীপু মনি বলেন, ‘চাঁদপুরেই গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে, তার আগে বহু দশকেও সেরকম উন্নয়ন হয়নি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তাঁর কাছে জনগণের যেকোনো প্রয়োজনের কথা তুলে ধরামাত্র তাঁর যতটুকু সামর্থ্য থাকে তা দিয়ে জনগণের প্রয়োজনীয়তা পূরণ করার সিদ্ধান্ত দেন। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি ত্বরিত সিদ্ধান্ত দিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নও দ্রুততার সঙ্গে করেন।
‘তাঁর এই দূরদর্শিতা ও সাহসিকতার কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কারণ তিনি আমাদের যা স্বপ্ন দেখিয়েছেন, তার সবকিছু বাস্তবায়ন করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ করে দিয়েছেন। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি, যেখানে সবকিছুই স্মার্ট হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার আত্মার সম্পর্কে। কারণ আমার পিতা এই পেশায় জড়িত। ছোটবেলা থেকেই আমি তা দেখে এসেছি। চাঁদপুর প্রেসক্লাবের একজন সদস্য। আমি এই প্রেসক্লাবের সঙ্গে আছি, সব সময় পাশে থাকব এবং প্রেসক্লাবের জন্য আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। এখানে এলে মনে হয়, আমি নিজের পরিবারের মধ্যেই আছি।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘পত্রিকাগুলো সকালে হাতে পেলে আমরা দেখতে পাই প্রথম পাতাতেই অনেক সময় নেতিবাচক সংবাদ। কিন্তু প্রথম পাতায় ইতিবাচক সংবাদগুলোও নিয়ে আসা প্রয়োজন। কারণ অনেক মানুষের সকাল শুরু হয় তার পত্রিকার সংবাদ পড়া দিয়ে। সেখানে নেতিবাচক সংবাদগুলো প্রভাব পড়ে। সব ইতিবাচক সংবাদ হবে তা-ও আমি বলছি না, যেখানে সমস্যা ও সংকট আছে তা-ও তুলে ধরতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লু রহমান। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সমাবেশে অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতারা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হওয়ায় তাঁকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের সভাপতি এইচ এম আহসান উল্যাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন।
সমাবেশের শুরুতেই শিক্ষামন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বেশ কয়েকজন সাংবাদিকদের হাতে তুলে দেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কাউকে ভুলে যান না। অতিমারির সময় তিনি সব শ্রেণিপেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন। সাংবাদিকেরাও বাদ পড়েননি। তিনি যেমন কাউকে ভুলে যান না, সেটা যেন আমরা মনে রাখি। শেখ হাসিনার হাত ধরেই আজ দেশ এগিয়ে চলেছে, তাঁর হাতেই দেশ নিরাপদ।’
আজ শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে জেলার আট উপজেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে পথ দেখিয়ে গেছেন। সেই দেখানো পথে তাঁর কন্যা আমাদের উন্নত ও সমৃদ্ধ দেশের নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। আর আমরা এখন স্বপ্ন দেখি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে পারব। আমরা উন্নয়নশীল দেশের কাতারে শামিল হচ্ছি।’
দীপু মনি বলেন, ‘চাঁদপুরেই গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে, তার আগে বহু দশকেও সেরকম উন্নয়ন হয়নি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তাঁর কাছে জনগণের যেকোনো প্রয়োজনের কথা তুলে ধরামাত্র তাঁর যতটুকু সামর্থ্য থাকে তা দিয়ে জনগণের প্রয়োজনীয়তা পূরণ করার সিদ্ধান্ত দেন। তিনি এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি ত্বরিত সিদ্ধান্ত দিতে পারেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নও দ্রুততার সঙ্গে করেন।
‘তাঁর এই দূরদর্শিতা ও সাহসিকতার কারণে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কারণ তিনি আমাদের যা স্বপ্ন দেখিয়েছেন, তার সবকিছু বাস্তবায়ন করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশ করে দিয়েছেন। আজকে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি, যেখানে সবকিছুই স্মার্ট হবে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার আত্মার সম্পর্কে। কারণ আমার পিতা এই পেশায় জড়িত। ছোটবেলা থেকেই আমি তা দেখে এসেছি। চাঁদপুর প্রেসক্লাবের একজন সদস্য। আমি এই প্রেসক্লাবের সঙ্গে আছি, সব সময় পাশে থাকব এবং প্রেসক্লাবের জন্য আমার সাধ্যমতো কাজ করার চেষ্টা করব। এখানে এলে মনে হয়, আমি নিজের পরিবারের মধ্যেই আছি।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘পত্রিকাগুলো সকালে হাতে পেলে আমরা দেখতে পাই প্রথম পাতাতেই অনেক সময় নেতিবাচক সংবাদ। কিন্তু প্রথম পাতায় ইতিবাচক সংবাদগুলোও নিয়ে আসা প্রয়োজন। কারণ অনেক মানুষের সকাল শুরু হয় তার পত্রিকার সংবাদ পড়া দিয়ে। সেখানে নেতিবাচক সংবাদগুলো প্রভাব পড়ে। সব ইতিবাচক সংবাদ হবে তা-ও আমি বলছি না, যেখানে সমস্যা ও সংকট আছে তা-ও তুলে ধরতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লু রহমান। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সমাবেশে অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ের সাংবাদিক নেতারা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হওয়ায় তাঁকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৩ সালের সভাপতি এইচ এম আহসান উল্যাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন।
সমাবেশের শুরুতেই শিক্ষামন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বেশ কয়েকজন সাংবাদিকদের হাতে তুলে দেন।
যশোর শহরে নিজ বাড়িতে ভাড়াটিয়ার কাছে শাহানারা বেগম (৫৫) নামের এক বাড়িওয়ালি হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শেখহাটি বাবলাতলা এলাকায় ভাড়াটিয়ার ঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় হত্যায় দায় স্বীকার করে লেখা একটি নোটপ্যাড উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগেরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম অব্যাহতির এ আদেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন। তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
২ ঘণ্টা আগেহিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী কালী বা শ্যামাপূজা আজ বৃহস্পতিবার। প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। এ পূজা দীপাবলি বা দিওয়ালি নামেও পরিচিত। দীপাবলি অর্থ প্রদীপের সা
২ ঘণ্টা আগে