Ajker Patrika

আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার: নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ০৪
আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার: নজরুল ইসলাম

আবারও জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতে চায় সরকার বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ির নাসিমন ভবনের সামনের সড়কে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করে মহানগর বিএনপি। সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। 

এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘আমি আল্লাহর নামে বলতে পারি, এ দেশের সাধারণ মানুষ চলতে পারছে না। কারণ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। এই সরকারের কোনো ভূমিকা নেই। এক সপ্তাহের মধ্যে দুবার জ্বালানির দাম বৃদ্ধি করেছে। যদি সরকার জনগণের সমর্থনকে শ্রদ্ধা করত, তাহলে সরকার জিনিসপত্রের দাম এভাবে বাড়াত না। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চায় না। যদি চাইত, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করত।’ 

বেলা ২টা থেকে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থান নিলেও সমাবেশ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত