তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
তিতাস উপজেলার একমাত্র প্রধান সড়কটি হলো গৌরীপুর-হোমনা সড়ক। অথচ সড়কটির উপজেলা পরিষদসংলগ্ন অংশের দুপাশে বালু দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। থেমে থেমে চলতে হচ্ছে ছোট বড় যানবাহনগুলোকে। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে স্থানীয় খলিলুর রহমান বলেন, সড়কের দুপাশে বালু দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কার্পেটিং উঠে গিয়ে গর্ত হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই সড়কে চলাচলকারী যানবাহনচালকদের দুর্ভোগ লাগব হবে।
কুমিল্লা-হোমনা বাসের যাত্রী সোহেল মিয়া জানান, প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপথের জায়গা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এ কারণেই এখানে জলাবদ্ধতা এবং গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিতাসের জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে হোমনা পর্যন্ত পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় গর্ত। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
কুমিল্লা সড়ক ও জনপদ প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি মোবাইল ফোনে বলেন, `আমি উপবিভাগীয় প্রকৌশলীকে বলে দিচ্ছি, উনি ব্যবস্থা নেবেন।'
উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল শাকিব বলেন, এরই মধ্যে ছোট ছোট দুটি টেন্ডার হয়েছে এবং আমাদের কাজ চলছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আমাদের চলমান প্রক্রিয়া।
তিতাস উপজেলার একমাত্র প্রধান সড়কটি হলো গৌরীপুর-হোমনা সড়ক। অথচ সড়কটির উপজেলা পরিষদসংলগ্ন অংশের দুপাশে বালু দিয়ে ভরাট করে দোকানঘর নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে সড়কের কার্পেটিং উঠে গিয়ে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। থেমে থেমে চলতে হচ্ছে ছোট বড় যানবাহনগুলোকে। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে স্থানীয় খলিলুর রহমান বলেন, সড়কের দুপাশে বালু দিয়ে ভরাট করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে সড়কটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কার্পেটিং উঠে গিয়ে গর্ত হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে এই সড়কে চলাচলকারী যানবাহনচালকদের দুর্ভোগ লাগব হবে।
কুমিল্লা-হোমনা বাসের যাত্রী সোহেল মিয়া জানান, প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপথের জায়গা ভরাট করে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। এ কারণেই এখানে জলাবদ্ধতা এবং গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তিতাসের জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে হোমনা পর্যন্ত পুরো সড়কজুড়ে রয়েছে বড় বড় গর্ত। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
কুমিল্লা সড়ক ও জনপদ প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি মোবাইল ফোনে বলেন, `আমি উপবিভাগীয় প্রকৌশলীকে বলে দিচ্ছি, উনি ব্যবস্থা নেবেন।'
উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল শাকিব বলেন, এরই মধ্যে ছোট ছোট দুটি টেন্ডার হয়েছে এবং আমাদের কাজ চলছে। আর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আমাদের চলমান প্রক্রিয়া।
সংঘর্ষের কারণে যাত্রাবাড়ী ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর মাদ্রাসা পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতে মৃতদেহ দুইটি ভেসে এসেছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ
২ মিনিট আগেমামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে। আমি বলে দিয়েছি- মাসে ৫০০ মামলা হবে। কোনো ঘটনা ঘটলে মামলা নেবে না, তা হবে না...
৫ মিনিট আগেরাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
৮ মিনিট আগে