নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।
গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৪ বছর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৮ তলা নগর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড়সংলগ্ন নিজস্ব জায়গায় ভবনটির নির্মাণকাজের উদ্বোধন করেন চসিকের মেয়র রেজাউল করিম চৌধুরী।
এর আগে ২০১০ সালের ১১ মার্চ নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, তিনটি বেসমেন্টসহ ১৮ তলা (২ লাখ ৯৮ হাজার ৫০০ বর্গফুট) ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৮০৭ টাকা। ৫৩ দশমিক ৪৫ কাঠা (৩৮ হাজার ৪৯০ বর্গফুট) জায়গায় শোর পাইল হবে ৩২০টি। ১৯ হাজার ৭৭০ বর্গফুটের বেসমেন্ট হবে তিনটি। ১৪ হাজার ২১৪ বর্গফুটের তিনটি ফ্লোর। পার্কিং করা যাবে ১৬০টি গাড়ি।
গত বছরের ১ জুন দরপত্র আহ্বান করা হয়। তাহের ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এই কাজের জন্য চূড়ান্ত করে চসিক। প্রকল্পের ডিপিপি অনুযায়ী, নগর ভবনের তিন পাশে দৃষ্টিনন্দন বাগান থাকবে। সামনে নির্মাণ করা হবে মনোমুগ্ধকর ফোয়ারা। ভবনের কয়েকটি ফ্লোর বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। থাকবে মাল্টিপারপাস হল, কনফারেন্স ও ব্যাংকুয়েট হল। ২০২৫ সালের ৬ সেপ্টেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।
নগরীর আন্দরকিল্লায় ১৯৬৪ সালে নির্মিত একটি ভবন চসিকের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি জরাজীর্ণ হয়ে ওঠায় ২০১০ সালের ১১ মার্চ নতুন নগর ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তবে অর্থছাড় না পাওয়াসহ নানা জটিলতায় এই কাজ আটকে যায়। বর্তমানে নগরের টাইগারপাস মোড়ে একটি ভবন চসিকের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১২ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১৫ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
২৩ মিনিট আগে