নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।
চট্টগ্রাম নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ ও চট্টগ্রাম–১২ (পটিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর মাঝে ফুল বিনিময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে।
জানা গেছে, থানায় গিয়ে ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী। সঙ্গে মিষ্টিও ছিল। গত শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর খুলশী থানায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্য হয়ে থানায় গিয়ে ওসিকে ফুল দিতে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে।
এ নিয়ে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ বিষয়টি পোস্ট দেন। পরে তা সরিয়েও নেন।
পোস্টটিতে ওসি লিখেছিলেন, ‘তিনি চট্টগ্রামের পটিয়া আসন হতে নির্বাচিত সাংসদ (সংসদ সদস্য), তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়ায় কাজ করার সুবাদে কাছ থেকে এই নিরহংকার মানুষটিকে অবলোকন করেছি। একদম সাদামাটা যাপিত জীবনের অধিকারী। কথাকে বাস্তবে রূপ দিতে নিজের অবস্থান ভুলে আমাকে দেখতে চলে আসলেন খুলশী থানায়। সাথে নিয়ে আসলেন মিষ্টি ও ফুল, তারপর শুভেচ্ছা পর্ব। এই সরল মহৎপ্রাণ সাংসদের জন্য শুভকামনা, পটিয়ার জন্য শুভকামনা।’
সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নির্বাচনী এলাকা পটিয়া। এই আসনে তিনি সাবেক হুইপ সামশুল হক চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ শনিবার (২৭ জানুয়ারি) রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা (পত্রিকা) যা পারে লেখুক।’
এ বিষয়ে সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব নিয়ে লেখালেখি করার কী আছে? আমি যাইনি থানায়।’
ওসি শেখ নেয়ামত উল্লাহ একসময় পটিয়া থানায় দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি যোগ দিয়েছেন খুলশী থানায়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে