চাঁদপুরে দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১৭: ২০

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে দেশের সর্বোচ্চ ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ৫৭ থেকে ৭৫ কিলোমিটার। 

আজ মঙ্গলবার চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়াইব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার (২৭ মে) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ৬টা পর্যন্ত চাঁদপুরে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।’ 

তিনি বলেন, ‘সোমবার ভোর ৪টা ২০ মিনিট থেকে বেলা ২টা ৫০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ১২৯ মিলিমিটার। এরপরও একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল।’ 

এদিকে একই সময়ে চাঁদপুর শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিল প্রায় ৩০ ঘণ্টা। আজ (মঙ্গলবার) সকাল ৯টার পর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত