বোয়ালখালীতে হাতির আক্রমণে ৪ শ্রমিক আহত 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে লেবু বাগানের চার শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। 

আহতরা হলেন—জৈষ্ঠ্যপুরা গ্রামের বিধান দে (৫৫), অমল দে (৪৮), লিটন চক্রবর্তী (৪০) ও মো. শওকত (৪০)। চিকিৎসক বলছেন, আহত চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শী শ্রমিক মিজান বলেন, লেবু বাগানে কাজ শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছিল শ্রমিকেরা। এ সময় একটি দলছুট বন্য হাতি হঠাৎ এসে শুর দিয়ে তাদের ধাক্কা দেয় এবং পায়ে নিচে ফেলে চাপ দেয়। এতে কারও পা, কারও কোমর ভেঙে গেছে। খবর পেয়ে স্থানীয়রা হাতিকে তাড়িয়ে দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত হোসাইন জানান, লেবু বাগানের আহত শ্রমিকদের বিকেল সাড়ে ৫টার দিকে নিয়ে আসেন স্থানীয়রা। তাদের চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত