লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় স্বামী মো. হাসান, শ্বশুর কাঞ্চন মাঝি, ননদ পাখি বেগম ও শাশুড়িকে আসামি করা হয়।
এদিকে আটক ননদ পাখি বেগমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ননদ পাখি বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও ননদ গৃহবধূ রুমা আক্তারকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন চালান। পরে ঘরে বেঁধে রেখে পালিয়ে যান সবাই। এই সুযোগে আত্মীয়স্বজনের কাছে বিষয়টি জানান ওই গৃহবধূ। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন।
লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করার ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। ওই নারী বাদী হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় স্বামী মো. হাসান, শ্বশুর কাঞ্চন মাঝি, ননদ পাখি বেগম ও শাশুড়িকে আসামি করা হয়।
এদিকে আটক ননদ পাখি বেগমকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ননদ পাখি বেগমকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে যৌতুকের ৩ লাখ টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও ননদ গৃহবধূ রুমা আক্তারকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে নির্যাতন চালান। পরে ঘরে বেঁধে রেখে পালিয়ে যান সবাই। এই সুযোগে আত্মীয়স্বজনের কাছে বিষয়টি জানান ওই গৃহবধূ। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজীবসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৭ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
৩০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে