লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং লক্ষ্মীপুর সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের এমপি কাজী সেলিনা ইসলাম।
সংবাদ সম্মেলনে সেলিনা ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বেশ কয়েকজন সমর্থককে তুলে নিয়ে নয়নের বাসায় আটকে রাখে। পরে তাঁর পক্ষে যেন ভোট বা প্রচার-প্রচারণায় অংশ না নেন এই ধরনের হুমকি-ধমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া প্রচার মাইক ভাঙচুর ও নির্বাচনী কার্যালয় দখলের চেষ্টাও করে তারা।
কাজী সেলিনা ইসলাম আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার তাঁর স্বামী লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলসহ পরিবারের লোকজন। তাঁর স্বামী এমপি থাকার সময় বর্তমান আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের ভাই আদনান চৌধুরী তাঁর স্বাক্ষর জাল করেন। যে কারণে তাঁকে ব্যক্তিগত সহকারী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংরক্ষিত আসনের এই এমপি বলেন, এরপর থেকে শুরু হয় ষড়যন্ত্র। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। যতই হুমকি-ধমকি আসুক, নির্বাচনী মাঠ তিনি ছেড়ে যাবেন না। তিনি বলেন, ‘মাঠে আছি, মাঠ থাকব, এলাকার জনগণ আমার সঙ্গে আছে। আমার স্বামী কাজী শহীদ ইসলাম পাপুলের অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই নির্বাচনে অংশ নিয়েছি।’ নির্বাচনে বিজয়ের শতভাগ আশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক শেখ ফয়জুল্লাহ শিপনসহ অন্য নেতা-কর্মীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, সকল প্রার্থী শান্তিপূর্ণভাবে মিলেমিশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী কাজী সেলিনা ইসলামের কোনো লোকজনকে ধরে নিয়ে আসা হয়নি বা প্রচার মাইক ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ সকল অভিযোগ ভিত্তিহীন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর এবং লক্ষ্মীপুর সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল প্রতীক) সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের এমপি কাজী সেলিনা ইসলাম।
সংবাদ সম্মেলনে সেলিনা ইসলাম বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বেশ কয়েকজন সমর্থককে তুলে নিয়ে নয়নের বাসায় আটকে রাখে। পরে তাঁর পক্ষে যেন ভোট বা প্রচার-প্রচারণায় অংশ না নেন এই ধরনের হুমকি-ধমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া প্রচার মাইক ভাঙচুর ও নির্বাচনী কার্যালয় দখলের চেষ্টাও করে তারা।
কাজী সেলিনা ইসলাম আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার তাঁর স্বামী লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলসহ পরিবারের লোকজন। তাঁর স্বামী এমপি থাকার সময় বর্তমান আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের ভাই আদনান চৌধুরী তাঁর স্বাক্ষর জাল করেন। যে কারণে তাঁকে ব্যক্তিগত সহকারী পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সংরক্ষিত আসনের এই এমপি বলেন, এরপর থেকে শুরু হয় ষড়যন্ত্র। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। যতই হুমকি-ধমকি আসুক, নির্বাচনী মাঠ তিনি ছেড়ে যাবেন না। তিনি বলেন, ‘মাঠে আছি, মাঠ থাকব, এলাকার জনগণ আমার সঙ্গে আছে। আমার স্বামী কাজী শহীদ ইসলাম পাপুলের অসম্পন্ন কাজ সম্পন্ন করতেই নির্বাচনে অংশ নিয়েছি।’ নির্বাচনে বিজয়ের শতভাগ আশা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক শেখ ফয়জুল্লাহ শিপনসহ অন্য নেতা-কর্মীরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, সকল প্রার্থী শান্তিপূর্ণভাবে মিলেমিশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখানে স্বতন্ত্র প্রার্থী কাজী সেলিনা ইসলামের কোনো লোকজনকে ধরে নিয়ে আসা হয়নি বা প্রচার মাইক ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ সকল অভিযোগ ভিত্তিহীন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১৮ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৩৪ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৪০ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে