কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় এক শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন (৩৫) কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মুকবুল হোসেন পেশায় রং মিস্ত্রি। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (এপিপি) মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়িতে ফিরে না আসায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে (২৫) তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধৈঞ্চা খেতে গুলশানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা আর আসামি মো. মুকবুল হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে স্বীকৃতির জন্য বিয়ের কথা বললে মো. মুকবুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন গুলশান আরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মো. শরীফ মিয়া (৬২) বাদী হয়ে মামলা করেন।
মামলার এপিপি মো. নেয়ামত উল্যাহ জানান, রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কুমিল্লার চান্দিনায় এক শারীরিক প্রতিবন্ধীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলী এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মুকবুল হোসেন (৩৫) কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। মুকবুল হোসেন পেশায় রং মিস্ত্রি। মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (এপিপি) মো. নেয়ামত উল্যাহ চৌধুরী জামান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যায় চা আনার জন্য দোকানে গিয়ে বাড়িতে ফিরে না আসায় শারীরিক প্রতিবন্ধী গুলশান আরাকে (২৫) তাঁর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করেন। একপর্যায়ে পাশের বাড়ির ধৈঞ্চা খেতে গুলশানের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা আর আসামি মো. মুকবুল হোসেন অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পারিবারিকভাবে স্বীকৃতির জন্য বিয়ের কথা বললে মো. মুকবুল হোসেন তা প্রত্যাখ্যান করেন। ঘটনার দিন গুলশান আরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা কুমিল্লা চান্দিনা উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের মো. শরীফ মিয়া (৬২) বাদী হয়ে মামলা করেন।
মামলার এপিপি মো. নেয়ামত উল্যাহ জানান, রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত এবং ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
১৪ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
২৭ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে