Ajker Patrika

ধর্ষকদের ধরিয়ে দেওয়া সেই রিকশাচালককে উড়ো চিঠি দিয়ে হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ধর্ষকদের ধরিয়ে দেওয়া সেই রিকশাচালককে উড়ো চিঠি দিয়ে হুমকি

চট্টগ্রামে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ধর্ষকদের ধরিয়ে দেওয়ার পর একটি উড়ো চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন সেই রিকশাচালক আব্দুল হান্নান। গতকাল রোববার বিকেলে ওই উড়ো চিঠি তাঁর রিকশা থেকে পাওয়া গেছে বলে থানা-পুলিশকে জানিয়েছেন ভুক্তভোগী রিকশাচালক। 

আজ সোমবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল হান্নানের রিকশা থেকে পাওয়া সেই চিঠির বিষয়ে তদন্ত শুরু করেছি। চিঠিটা কীভাবে সেখানে এসেছে তা জানার চেষ্টা চলছে। আশা করছি, শিগগিরই এর নেপথ্যের কারণ জানা যাবে।’

 ওসি আরও বলেন, ‘রিকশাচালকের ভাষ্য অনুযায়ী একটি ভাড়া নিয়ে তিনি মতিঝর্না এলাকায় গিয়েছিলেন। সেখানে এক যুবক তাঁকে ভাড়া না দিয়ে চলে যায়। পরে রিকশার সিটের ওপর থেকে নাকি একটি চিঠি পাওয়া গেছে।’ 

চিঠিতে কি লেখা ছিল জানিয়ে ওসি বলেন, ‘আবদুল হান্নান আমার ছেলেগুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে নিজের বিপদ ডেকে এনেছো। আমার লোক তোমার পেছনে দেওয়া আছে। তুমি কী কর কোথায় যাও আমার কাছে খবর আছে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে ৫০ হাজার টাকা দাও। না হলে তুমি বাঁচতে পারবা না। আবার দেখা হবে।’ 

এ বিষয়ে রিকশাচালক আব্দুল হান্নান বলেন, ‘ওই চিঠি পেয়ে আমি প্রথমে ৯৯৯-এ ফোন করে জানাই। পরে খুলশী থানায় রোববার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করছি।’ 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই দিবাগত রাত ২টার দিকে এক তরুণীকে রিকশা থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন দুর্বৃত্তরা। খুলশী থানাধীন আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে একটি অস্থায়ী টং দোকানের ভেতর এই ঘটনা ঘটে। এ অবস্থায় রিকশাচালক আব্দুল হান্নান জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ কল করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করেন। এ সময় তিনজন পালিয়ে গেলেও পুলিশ পরে ওই তিনজনকেও গ্রেপ্তার করে। এই ঘটনায় গত ২০ জুলাই রিকশাচালক আব্দুল হান্নানকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করে পুলিশ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত