ফসলি জমির মাটি ইটভাটায়, ২ জনকে জরিমানা 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ২০: ৪৯

চট্টগ্রামের আনোয়ারায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগে দুই ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এস্কেভেটর ও আটটি ট্রাক। 

গতকাল শনিবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতলী ও রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইশতিয়াক ইমন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন, কৃষি জমির মাটি কেটে ভাটায় নেওয়ার দায়ে দুই ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শামসুল আলমকে ২ লাখ ৫০ হাজার এবং মো. হারুন অর রশীদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত