ডোপ টেস্টে পজিটিভ হলে ভর্তি বাতিল চবিতে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও চবি প্রতিনিধি 
আপডেট : ০৬ মে ২০২৪, ১২: ৫২
Thumbnail image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সময় ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টেস্টের ফলাফল পজিটিভ হলে ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ। গতকাল রোববার ভর্তিসংক্রান্ত ডিন’স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা। 

মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, ‘আমরা ডিন’স কমিটির সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ভর্তি পরীক্ষার কাগজপত্রের সঙ্গে ডোপ টেস্টের একটি সার্টিফিকেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পজিটিভ এলে আমরা তাদের ভর্তি বাতিল করব।’ 

ডোপ টেস্ট কোথায় করাতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করানো হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এর কর্মী আশিকুজ্জামান জয় নিজ গ্রুপের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন। বুয়েটের আবরারের মতো তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। মারধরের ঘটনার পর জয়ের মাদক সেবনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর নতুন করে মাদকের বিষয়টি সামনে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত