নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিতরা। মোট ২১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয় পেয়েছে তারা। গতকাল রোববার সাড়ে রাত ৩টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে নির্বাচনে অংশ নেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। আর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতিসহ সাতটি পদ। স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয় পেয়েছেন।
গতকাল রোববার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় ও ১১টি নির্বাহী সদস্য পদে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ ও স্বতন্ত্র মিলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।
এ ছাড়া জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের, একই পদে সমন্বয় পরিষদের মাহফুজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল, একই পদে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, স্বতন্ত্র প্রার্থী সুচিত্রা লালা মুন্নী, ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিৎ ঘোষ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদের ১১ টির মধ্যে ছয়টিতে ঐক্য পরিষদ, চারটিতে সমন্বয় পরিষদ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিতরা। মোট ২১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয় পেয়েছে তারা। গতকাল রোববার সাড়ে রাত ৩টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে নির্বাচনে অংশ নেন বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা। আর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহসভাপতিসহ সাতটি পদ। স্বতন্ত্র প্রার্থী একটি পদে জয় পেয়েছেন।
গতকাল রোববার আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় ও ১১টি নির্বাহী সদস্য পদে নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ ও স্বতন্ত্র মিলে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট।
এ ছাড়া জয় পেয়েছেন সিনিয়র সহসভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের, একই পদে সমন্বয় পরিষদের মাহফুজুর রহমান খান, সহসাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল, একই পদে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম, স্বতন্ত্র প্রার্থী সুচিত্রা লালা মুন্নী, ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিৎ ঘোষ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদের ১১ টির মধ্যে ছয়টিতে ঐক্য পরিষদ, চারটিতে সমন্বয় পরিষদ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১ ঘণ্টা আগে