Ajker Patrika

রাউজানে পরকীয়ায় ঘর ছাড়ল মা, দুধের জন্য কাঁদছে শিশু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫: ৪৪
রাউজানে পরকীয়ায় ঘর ছাড়ল মা, দুধের জন্য কাঁদছে শিশু

দুধের শিশু মো. এলহাম। এখনো দুই বছর হয়নি। সাত দিন ধরে মা শব্দটি উচ্চারণ করে কাঁদছে আর মাকে খুঁজছে। সকালে ঘুম থেকে উঠে ঘরের এক কক্ষ থেকে আরেক কক্ষে খুঁজে বেড়ালেও মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে শিশুটি। গত ২৬ অক্টোবর অবুঝ এই শিশুকে রেখে পালিয়েছেন লাকি আক্তার (২০) নামে এক মা। লাকি রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের দিনমজুর মো. শাকিলের স্ত্রী। 

শাকিল জানান, ৬ বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন লাকি-শাকিল দম্পতি। কয়েক বছর ধরে তাঁর স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। প্রায় সময় মুঠোফোনে কথা বলত। শাকিল প্রতিবাদ করলে তাঁকে মেরে ফেলাসহ বিভিন্ন হুমকি দিত। এভাবে চলতে থাকে তাঁদের সংসার। সর্বশেষ ২৬ অক্টোবর দুপুরে দুই বছরের কম বয়সী শিশুটিকে রেখে চার বছর বয়সী শিশুকন্যাকে নিয়ে ঘর ছাড়েন তিনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে রোববার বিকেলে শাকিল বাদী হয়ে রাউজান থানায় অভিযোগ দেন। 

শাকিল বলেন, ‘আমার মা আমার এই অবুঝ শিশুটিকে সামলাতে পারছে না। খুব কান্নাকাটি করছে, কী করব বুঝতে পারছি না।’ 

রাউজান থানার ডিউটি অফিসার উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হানিফ বলেন, ‘শাকিল নামে এক যুবক এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। শিশুটিকে তার মাকে ফিরে দেওয়ার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত