মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের জেবল হক মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম তাহমিনা আক্তার লিজা (১৬)। সে ওই বাড়ির মো. লিটনের মেয়ে।
মৃত কিশোরীর মামা মো. আনোয়ার বলেন, বুধবার বিকেলে ৬টায় রান্না করার জন্য চুলায় লাকড়ি দেওয়ার সময় বিষাক্ত একটি সাপ তাঁর হাতে দুটি কামড় দেয়। এরপর তাকে মিরসরাই স্টেশন এলাকায় নন্দন কুমার নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর হাতে দেওয়া বাঁধ খুলে দিলে মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বছর খানেক আগে লিজার বাবা মো. লিটনকে সাপে কামড় দেয়। তখন তিনি নন্দন কুমারের চিকিৎসা নিয়ে ভালো হয়ে যান। তাই তার মেয়েকেও তাঁর কাছে নিয়ে যাওয়া হয়।
কিশোরীর বাবা মো. লিটন বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে লিজা দ্বিতীয়। ভ্যান চালিয়ে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসারের খরচ বহন করি। অভাবের তাড়নায় মেয়েদের স্কুলে ভর্তি করাইনি।’
মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ১০ টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপে কাটার পরপর ভিকটিমকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেবেন। রোগীর অবস্থা যদি খারাপ হয় তাহলে চট্টগ্রাম মেডিকেলে পাঠাবেন। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা এক ধরনের বোকামি।
চট্টগ্রামের মিরসরাইয়ে চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের জেবল হক মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম তাহমিনা আক্তার লিজা (১৬)। সে ওই বাড়ির মো. লিটনের মেয়ে।
মৃত কিশোরীর মামা মো. আনোয়ার বলেন, বুধবার বিকেলে ৬টায় রান্না করার জন্য চুলায় লাকড়ি দেওয়ার সময় বিষাক্ত একটি সাপ তাঁর হাতে দুটি কামড় দেয়। এরপর তাকে মিরসরাই স্টেশন এলাকায় নন্দন কুমার নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে যাওয়ার পর হাতে দেওয়া বাঁধ খুলে দিলে মেয়েটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বছর খানেক আগে লিজার বাবা মো. লিটনকে সাপে কামড় দেয়। তখন তিনি নন্দন কুমারের চিকিৎসা নিয়ে ভালো হয়ে যান। তাই তার মেয়েকেও তাঁর কাছে নিয়ে যাওয়া হয়।
কিশোরীর বাবা মো. লিটন বলেন, ‘আমার তিন মেয়ের মধ্যে লিজা দ্বিতীয়। ভ্যান চালিয়ে তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসারের খরচ বহন করি। অভাবের তাড়নায় মেয়েদের স্কুলে ভর্তি করাইনি।’
মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল সাড়ে ১০ টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন বলেন, সাপে কাটার পরপর ভিকটিমকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বুঝে চিকিৎসা দেবেন। রোগীর অবস্থা যদি খারাপ হয় তাহলে চট্টগ্রাম মেডিকেলে পাঠাবেন। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা এক ধরনের বোকামি।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৬ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
৭ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে