আগামীকাল থেকে খুলছে কাপ্তাইয়ের সব বিনোদনকেন্দ্র

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 
প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ১১: ১৬
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১১: ৩২

সাড়ে চার মাস পর কাপ্তাইয়ের বিনোদনকেন্দ্রগুলো আবারও মুখরিত হবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল থেকে দেশের অন্যান্য স্থানের মতো বন্ধ হয়ে যায় কাপ্তাইয়ের সব বিনোদনকেন্দ্র। এতে অনেক ক্ষতির মুখে পড়েন পর্যটনকেন্দ্রের মালিকেরা। বিশেষ করে বেসরকারি পর্যটনকেন্দ্রগুলোর অবস্থা খুব নাজুক ছিল। এরই মধ্যে অনেকে বেতন দিতে না পারায় তাঁদের কর্মকর্তা–কর্মচারীদের ছাঁটাই করেন। 

কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পিকনিক স্পটের ম্যানেজার মাসুদ তালুকদার বলেন, সরকারি ঘোষণা আসার পর আমরা আবারও এই পিকনিক স্পটকে নতুন রূপে সাজিয়েছি। বিনোদনপ্রেমীরা এবার এসে আরও নতুনত্ব পাবে। তবে সবাইকে মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিনোদনকেন্দ্রে আসতে হবে। 

কাপ্তাইয়ের বনশ্রী পর্যটনকেন্দ্রের মালিক প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী বলেন, `আমরা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। পর্যটনশিল্প বাঁচাতে সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।' 

উল্লেখ্য, কাপ্তাইয়ে ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জীবতলি লেকশোর, কাপ্তাই লেকভিউ, নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেকপ্যারাডাইস পিকনিক স্পট এরই মধ্যে তাঁর সৌন্দর্য ও অবকাঠামোগত সুবিধার কারণে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত