প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রাম রেল স্টেশনের চারপাশ ঘিরে হঠাৎ হামলা শুরু হলে যেভাবে প্রতিরোধ করা হবে তার কসরত দেখালো রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)। আজ শনিবার সকাল ১০টা থেকে এ মহড়া শুরু হয়। মহড়ায় অংশ নেন শতাধিক রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্য।
এ মহড়ায় বাহিনী দুটি দেখিয়েছে চট্টগ্রাম রেলস্টেশনে হামলা হলে যাত্রী ও রেলওয়ের সম্পদ অক্ষত রেখে কীভাবে হামলাকারীদের তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হবে। রেলের কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তা ঠেকানোর কসরতও দেখানো হয় এ মহড়ায়। মহড়ায় সদস্যদের পজিশন ও কাজকে ঝালাই করে নেওয়া হয়।
সম্প্রতি হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে লাখ লাখ টাকার ক্ষতি হয়। ব্যাপক ক্ষতি হয়েছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেরও। পটিয়ায় তুলে ফেলা হয় রেল লাইন, স্লিপার। ওই সময়ে হাটহাজারি রেলস্টেশনেও হামলার উদ্দেশ্যে জড়ো হয় হেফাজতের নেতাকর্মীরা।
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বলেন, চট্টগ্রাম রেল স্টেশনে আপাতত কোন হামলার আশঙ্কা নেই। রুটিন মাফিক এ মহড়ার আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানানো হয় আরএনবিকে। পুলিশ সদসস্যদের প্রশিক্ষণকে ঝালাই করে নিতে প্রতিবছরই এ ধরনের মহড়া হয়। আর এ বছর লকডাউনের বন্ধকে কাজে লাগিয়ে সারাদেশের রেল স্টেশনগুলোতে এমন মহড়া চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওয়ার আলম ও আর এনবি চিফ ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহর নেতৃত্বে পৃথক দুটি টিম এ মহড়ায় অংশগ্রহণ করে। এতে বাহিনী দুটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এতে সার্বিক দিক নির্দেশনা দেন রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান।
চট্টগ্রাম: চট্টগ্রাম রেল স্টেশনের চারপাশ ঘিরে হঠাৎ হামলা শুরু হলে যেভাবে প্রতিরোধ করা হবে তার কসরত দেখালো রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)। আজ শনিবার সকাল ১০টা থেকে এ মহড়া শুরু হয়। মহড়ায় অংশ নেন শতাধিক রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্য।
এ মহড়ায় বাহিনী দুটি দেখিয়েছে চট্টগ্রাম রেলস্টেশনে হামলা হলে যাত্রী ও রেলওয়ের সম্পদ অক্ষত রেখে কীভাবে হামলাকারীদের তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হবে। রেলের কোন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হলে তা ঠেকানোর কসরতও দেখানো হয় এ মহড়ায়। মহড়ায় সদস্যদের পজিশন ও কাজকে ঝালাই করে নেওয়া হয়।
সম্প্রতি হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে লাখ লাখ টাকার ক্ষতি হয়। ব্যাপক ক্ষতি হয়েছে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনেরও। পটিয়ায় তুলে ফেলা হয় রেল লাইন, স্লিপার। ওই সময়ে হাটহাজারি রেলস্টেশনেও হামলার উদ্দেশ্যে জড়ো হয় হেফাজতের নেতাকর্মীরা।
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান বলেন, চট্টগ্রাম রেল স্টেশনে আপাতত কোন হামলার আশঙ্কা নেই। রুটিন মাফিক এ মহড়ার আয়োজন করা হয়। এতে আমন্ত্রণ জানানো হয় আরএনবিকে। পুলিশ সদসস্যদের প্রশিক্ষণকে ঝালাই করে নিতে প্রতিবছরই এ ধরনের মহড়া হয়। আর এ বছর লকডাউনের বন্ধকে কাজে লাগিয়ে সারাদেশের রেল স্টেশনগুলোতে এমন মহড়া চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওয়ার আলম ও আর এনবি চিফ ইন্সপেক্টর মোহাম্মদ সালামত উল্লাহর নেতৃত্বে পৃথক দুটি টিম এ মহড়ায় অংশগ্রহণ করে। এতে বাহিনী দুটির শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এতে সার্বিক দিক নির্দেশনা দেন রেলওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান।
সিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৪৩ মিনিট আগে