Ajker Patrika

নোয়াখালীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫: ৪৮
নোয়াখালীতে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ১ 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাচালক আবুল কালাম (৪২) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চৌমুহনী পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

আবুল কালাম বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তালতলা এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজের অটোরিকশা নিয়ে চৌমুহনী মিয়ার পোল থেকে চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন আবুল কালাম। তাঁর অটোরিকশাটি চৌমুহনী পূর্ব বাজার হলি কেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন আবুল কালাম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। ঘটনার পরপর পালিয়ে যান ট্রাকচালক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের বাড়িতে গিয়ে মৃতদেহের সুরতহাল করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক নুর মোহাম্মদ জানান, ট্রাকচাপায় নিহত অটোরিকশাচালক আবুল কালামের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত