নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরে চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. ওমর ফারুক (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বন্দর থানায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিবারের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানার বাদামতলা মোড়সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/ ০৩) এর ১০ /৯ (৪) (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর ও ৩ নভেম্বর রাতে মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ডেকে তাঁর বিছানায় নিয়ে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দিয়ে তাঁর হাত-পা টেপান। একপর্যায়ে তিনি ওই শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। একই সময় ওই শিক্ষক মাদ্রাসার আরও তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টা করেন।
ঘটনাটি এক শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। পরে অভিভাবকেরা গিয়ে মাদ্রাসার পরিচালকসহ অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি দোষ স্বীকার করেন।
বাঁশখালী থানার ওসি বলেন, গতকাল সোমবার মাদ্রাসার লোকজনসহ অভিভাবকেরা ওমর ফারুককে পুলিশে সোপর্দ করেছেন। মাদ্রাসাটিতে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে।
চট্টগ্রাম নগরে চার শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টার অভিযোগে মো. ওমর ফারুক (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বন্দর থানায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর পরিবারের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক বাঁশখালী থানার কাথারিয়া বাজারের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি বন্দর থানার বাদামতলা মোড়সংলগ্ন মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/ ০৩) এর ১০ /৯ (৪) (খ) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীদের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর ও ৩ নভেম্বর রাতে মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ডেকে তাঁর বিছানায় নিয়ে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দিয়ে তাঁর হাত-পা টেপান। একপর্যায়ে তিনি ওই শিশুকে বলাৎকারের চেষ্টা করেন। একই সময় ওই শিক্ষক মাদ্রাসার আরও তিন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের চেষ্টা করেন।
ঘটনাটি এক শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়। পরে অভিভাবকেরা গিয়ে মাদ্রাসার পরিচালকসহ অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বললে তিনি দোষ স্বীকার করেন।
বাঁশখালী থানার ওসি বলেন, গতকাল সোমবার মাদ্রাসার লোকজনসহ অভিভাবকেরা ওমর ফারুককে পুলিশে সোপর্দ করেছেন। মাদ্রাসাটিতে ৫০-৬০ জন শিক্ষার্থী রয়েছে।
সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়াসহ সাত দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা...
৭ মিনিট আগেনিজেদের ক্ষতি পুষিয়ে নিতে এসব পরিবারের নারীরা প্রশিক্ষণ নিয়ে বসতবাড়ির আশপাশে শাকসবজি চাষ করেন। তা ছাড়া ভেড়া, হাঁস-মুরগি পালন করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তাঁরা। এসব নারীর উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে অন্যরাও উৎসাহী হচ্ছেন। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ক
২৯ মিনিট আগেছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এর মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের ন্যায়সংগত সকল দাবি-দাওয়া মেনে নেওয়া হবে...
৪০ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর ও ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক জাহিদুল হককে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে