Ajker Patrika

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে আহত নারী পর্যটক

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে আহত নারী পর্যটক

কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্টে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন এক নারী। এ সময় তাঁর দুই পায়ে জখম হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সমুদ্র সৈকতের দরিয়া নগর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহত পর্যটক তিন্নি আক্তারকে (২৬) স্বজনেরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

আহত পর্যটক ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা তারেকুল হকের স্ত্রী। তাঁরা কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে উঠেছেন। 

এলাকাবাসী সূত্র জানায়, বিকেল তিনটা পর্যন্ত প্যারাসেইলিং করার কথা থাকলেও এ নিয়ম মানা হচ্ছে না। সৈকতের দরিয়া নগর ও হিমছড়ি এলাকায় জেলা প্রশাসন চারটি প্যারাসেইলিং পয়েন্ট নির্ধারণ করে অনুমোদন দেয়। আজ বৃহস্পতিবার সূর্য ডোবার আগ পর্যন্তও প্যারাসেইলিং চলছিল। 

দরিয়া নগর সৈকতে সন্ধ্যা ৬টায় মোহাম্মদ ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিংয়ে ওই নারী পর্যটক প্যারাসেইলিং করছিল। এ সময় আকাশ থেকে নামতে গিয়ে ছিটকে পড়েন তিন্নি আক্তার। এতে তিনি মারাত্মক আহত হন। এরপর প্যারাসেইলিং কর্মী ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

 কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম বলেন, একজন নারী পর্যটক প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত