কুমিল্লায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের আরও ১৮ জন গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৬: ০৭

কোটা আন্দোলন কেন্দ্রিক সহিংসতার ঘটনায় কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ৭ দিনে নাশকতার পাঁচ মামলায় ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল্লাহ রতন, তাঁতি দলের সহসভাপতি মো. শাহাজাদা, মহানগর জামায়াতের নায়েবে আমির নুরুদ্দিন, জামায়াত নেতা আবুল হাশেমসহ বিএনপি-জামাতের আরও ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার পর্যন্ত গত ৭ দিনে নাশকতার পাঁচটি মামলায় ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান জানান, পাঁচটি নাশকতা মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা সরাসরি নাশকতার সঙ্গে জড়িত তাঁদেরকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত