চট্টগ্রামে বিএনপির আহ্বায়কসহ ৬০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ মে ২০২৩, ২২: ২৩
Thumbnail image

চট্টগ্রাম বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার চান্দগাঁও থানায় নগর বিএনপির আহ্বায়কসহ ৩৬ জনের নামে ও অজ্ঞাতনামা আরও ৫০০-৬০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছে পুলিশ। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দিপ্তীসহ ৩৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৫০০-৬০০ জনকে আসামি করা হয়েছে।’ 

উল্লেখ্য, ১০ দফা দাবিতে গতকাল রোববার বিএনপি চট্টগ্রাম মহানগরীর পদযাত্রা কর্মসূচি নগরের বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে রাহাত্তারপুল, এক কিলোমিটার হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।

এ সময় বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থাকা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

তবে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দলের কেউ জড়িত না বলে দাবি করেছেন বিএনপির নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত