ভৈরব পৌর বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৫ নেতা সিলেট থেকে গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ১৬: ০৪

নাশকতার মামলায় কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে ভৈরব থানার পুলিশ সিলেট থেকে তাঁদের আটক করে।

সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বাসা থেকে বিএনপির পাঁচ নেতাকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ভৈরব থানার একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তাঁরা হলেন- ভৈরব পৌর বিএনপির সভাপতি মো. শাহিন, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আল-মামুন।

এর আগে গতকাল শনিবার ভোরে ভৈরব থেকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এদিকে ভৈরবে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করতে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে। বিএনপির হরতাল প্রত্যাখ্যান করে ভোর থেকে ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়সহ শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ম অবমাননা: একই স্ট্যাটাসের জন্য দ্বিতীয়বার অভিযুক্ত হৃদয়

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

৫ আগস্ট সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলাম: উপদেষ্টা নাহিদ

ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাজেট তিনগুণ

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

আরও
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত