জবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে বিপক্ষে সক্রিয় অবস্থান, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে কলাম লেখাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সালেহ সেকেন্দারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় একাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলণের অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আলোকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১১ (১০) মোতাবেক সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবুসালেহ সেকেন্দারকে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ বুদ্ধিবৃত্তিক ভুল সিদ্ধান্ত’ আখ্যায়িত করে বিপ্লবী সরকারকে চ্যালেঞ্জ ও বিগত স্বৈরাচারী সরকারকে পুর্বহালে অপচেষ্টা অব্যাহত রাখার অভিযোগ এনে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
শুধু তাই নয় দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকসহ শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমনাত্মক স্ট্যাটাসসহ নানা মন্তব্য করেই যাচ্ছিলেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ আসায় বিভাগের একাডেমিক সভার সিদ্ধান্ত মোতাবেক ক্লাস পরীক্ষা থেকে বিরত রাখা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে বিপক্ষে সক্রিয় অবস্থান, ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর ছাত্রলীগের পক্ষে কলাম লেখাসহ নানা অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু সালেহ সেকেন্দারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় এবং সাধারণ শিক্ষার্থী ও বিভাগীয় একাডেমিক কমিটির আনীত অসদাচরণ ও নৈতিক স্খলণের অভিযোগের প্রেক্ষিতে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২ ধারার আলোকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ধারা ১১ (১০) মোতাবেক সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আবুসালেহ সেকেন্দারকে বিশ্ববিদ্যালয়ের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ বুদ্ধিবৃত্তিক ভুল সিদ্ধান্ত’ আখ্যায়িত করে বিপ্লবী সরকারকে চ্যালেঞ্জ ও বিগত স্বৈরাচারী সরকারকে পুর্বহালে অপচেষ্টা অব্যাহত রাখার অভিযোগ এনে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্তের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
শুধু তাই নয় দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকসহ শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে আক্রমনাত্মক স্ট্যাটাসসহ নানা মন্তব্য করেই যাচ্ছিলেন তিনি। এ ছাড়া তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ আসায় বিভাগের একাডেমিক সভার সিদ্ধান্ত মোতাবেক ক্লাস পরীক্ষা থেকে বিরত রাখা হয়।
রাজধানীর মালিবাগ মোড়ে ২০০১ সালে বিএনপির মিছিলে গুলি করে চারজনকে হত্যার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. এইচ বি এম ইকবাল ও নুরুন্নবী চৌধুরী শাওনসহ ১৫ জনের অব্যাহতির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবিলম্বে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২০ মিনিট আগেক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মাপারে আড্ডা দেওয়া শিক্ষার্থীদের ধরতে মাঠে নেমেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের ধরে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে ডাকা হচ্ছে অভিভাবকদের। আর কখনো ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেবে না, এমন মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। আরএমপি
২৬ মিনিট আগেনিহত কদ্দুসের মেয়ে ময়না আক্তার বলেন, ‘আমার বাবার শরীরে আগুন নিয়ে দৌড়ে বাঁচার চেষ্টা করেছেন। বাবার মৃত্যুর জন্য জড়িতদের বিচার চাই।’
৩৯ মিনিট আগেনিহত কদ্দুসের মেয়ে ময়না আক্তার বলেন, ‘আমার বাবার শরীরে আগুন নিয়ে দৌড়ে বাঁচার চেষ্টা করেছেন। বাবার মৃত্যুর জন্য জড়িতদের বিচার চাই।’
১ ঘণ্টা আগে