নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫ লাখ বস্তিবাসী কোভিড টিকা পাবেন। যাদের বয়স ৪০-এর বেশি তাদের এই টিকার আওতায় আনা হবে। এই টিকা কার্যক্রমে কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তিতে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বেলা আড়াইটা থেকে স্পট রেজিস্ট্রেশনের (তাৎক্ষণিক নিবন্ধন) মাধ্যমে টিকা নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায়, বেলা আড়াইটার দিকে টিকা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
আজ মঙ্গলবার গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘স্বপ্নের রূপকার’ শীর্ষক সভায় ডিএনসিসি মেয়র এ তথ্য জানান। সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত নারী সাংসদ শবনম জাহান শীলা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক ওয়ার্ডে আজ মঙ্গলবার ৫০০ জন মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ২৭ হাজার মানুষ টিকার আওতায় এসেছেন। আগামীকাল বুধবারও সমান সংখ্যক মানুষকে টিকা দেওয়ার কথা রয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, এই ক্যাম্পেইনের আওতায় শুধু তাঁরাই টিকা পাবেন। আর ষাটোর্ধ্বরা তাৎক্ষণিক নিবন্ধন (স্পট রেজিস্ট্রেশন) করে টিকা নিতে পারবেন।
দুপুরে গুলশান শাহাবউদ্দিন আহমেদ পার্কে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের উপস্থিতিতে কড়াইল বস্তির মঈনুল ইসলামকে (৪৩) টিকা দেওয়ার মধ্য দিয়ে ডিএনসিসিতে টিকাদান কর্মসূচির শুরু করা হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় পর্যায়ক্রমে পাঁচ লাখ বস্তিবাসীকে এই টিকা দেওয়া হবে।
জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১৪ মিনিট আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৩৮ মিনিট আগেবরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরল ইসলাম মনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। আমিও অনেক নির্যাতনের শিকার হয়েছি। অনেক হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়
১ ঘণ্টা আগে