সাভার (ঢাকা) প্রতিনিধি
জনগণ আবারও একতরফা নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, সামনে নির্বাচন মানে হচ্ছে, এই সরকার পদত্যাগ করবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে এবং তারপর নির্বাচন হবে। নির্বাচন সামনে মানে কি একতরফা নির্বাচনের কথা বলছেন? বাংলাদেশের মানুষ আবারও কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না।
এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই আমরা সাধ্যমতো অংশগ্রহণ নিশ্চিত করেছি। জনগণের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার ব্যাপারে আমরা সব সময় কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তখন আমাদের দেশে দেখতে পাচ্ছি নির্বাচন ছাড়াই একটি ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক দল টিকে থাকা কষ্ট। এ কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আামাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসলিমা আক্তার, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, কেন্দ্রীয় সদস্য আতিক দেওয়ান, আশুলিয়া থানার নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনি, বাবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা গণসংহতি আন্দোলন আজ অষ্টম বর্ষে পদার্পণ করল। এর আগে ২০০২ সালে সংগঠন হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি।
জনগণ আবারও একতরফা নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার দুপুরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে জোনায়েদ সাকি বলেন, সামনে নির্বাচন মানে হচ্ছে, এই সরকার পদত্যাগ করবে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবে। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে এবং তারপর নির্বাচন হবে। নির্বাচন সামনে মানে কি একতরফা নির্বাচনের কথা বলছেন? বাংলাদেশের মানুষ আবারও কোনো একতরফা নির্বাচন মেনে নেবে না।
এ সময় জোনায়েদ সাকি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর থেকে জনগণের অধিকার আদায়ে যেসব আন্দোলন হয়েছে, তার সবগুলোতেই আমরা সাধ্যমতো অংশগ্রহণ নিশ্চিত করেছি। জনগণের স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক ধারা বজায় রাখার ব্যাপারে আমরা সব সময় কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, তখন আমাদের দেশে দেখতে পাচ্ছি নির্বাচন ছাড়াই একটি ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি হয়েছে। যেখানে যেকোনো রাজনৈতিক দল টিকে থাকা কষ্ট। এ কারণে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আামাদের আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন বন্দোবস্ত ও রাষ্ট্রব্যবস্থায় সংস্কার করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাসলিমা আক্তার, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, কেন্দ্রীয় সদস্য আতিক দেওয়ান, আশুলিয়া থানার নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনি, বাবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে রাজনৈতিক দল হিসেবে সামনে আসা গণসংহতি আন্দোলন আজ অষ্টম বর্ষে পদার্পণ করল। এর আগে ২০০২ সালে সংগঠন হিসেবে যাত্রা শুরু করে গণসংহতি।
উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বেড়েছে শীতের তীব্রতা। মধ্য রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। সকাল ৯-১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এ সময় হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। এমন অবস্থায় ভোগান্তি বেড়েছে অটোরিকশাচালক ও খেটে খাওয়া মানুষের।
৪ মিনিট আগেরাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেলা পৌনে ১২টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে চালকেরা অবরোধ তুলে নিলে ৩ ঘণ্টা পর বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
১৭ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সংস্কৃতির নতুন রূপ হচ্ছে সিনেমা, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। সিনেমার মাধ্যমে একটি জাতিকে উজ্জীবিত করা যায়। তাই ভালো সিনেমা বিনির্মাণের বিকল্প নেই।
২৮ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আমানত সেতুর টোলবক্সের সঙ্গে ধাক্কা লেগে সড়ক বিভাজকের ওপর উঠে পড়ে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে