নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতারণার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর জামিন দেন।
বিকেলে আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান। অন্যদিকে আউয়ালের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
মামলার বাদী রাজীব কায়সারও আদালতে হাজির ছিলেন। তিনি আদালতকে বলেন, টাকা দেনা–পাওনার বিষয়ে নিজেদের মধ্যে আপস হওয়ায় আসামি এম এ আউয়াল জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই। পরে আদালত আপসের শর্তে জামিন দেন।
এর আগে গতকাল বুধবার রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে আউয়ালকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপার্টি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন। মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাঁকে হত্যার হুমকি দেন আসামি।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় এম এ আউয়ালসহ তিনজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কলাবাগান থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। কলাবাগান থানা আদালতের নির্দেশে মামলা রুজু করেন।
প্রতারণার অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় করা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর জামিন দেন।
বিকেলে আউয়ালকে আদালতে হাজির করে পুলিশ। তাঁকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, কলাবাগান থানার এসআই সুলতানউদ্দিন খান। অন্যদিকে আউয়ালের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
মামলার বাদী রাজীব কায়সারও আদালতে হাজির ছিলেন। তিনি আদালতকে বলেন, টাকা দেনা–পাওনার বিষয়ে নিজেদের মধ্যে আপস হওয়ায় আসামি এম এ আউয়াল জামিন পেলে তাঁর কোনো আপত্তি নেই। পরে আদালত আপসের শর্তে জামিন দেন।
এর আগে গতকাল বুধবার রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে আউয়ালকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের প্রতিষ্ঠান হ্যাভেলি প্রপার্টি ডেভেলপার লিমিটেড থেকে রাজীব কায়সার ২৬ লাখ টাকা মূল্যের একটি জমি ক্রয় করার জন্য চুক্তি করেন। পরবর্তী সময়ে মিরপুর রেজিট্রি অফিসে গিয়ে তা দলিল করেন। মামলার বাদী ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দেখেন, এ নামে কোনো জমি নেই। রাজীব টাকার জন্য চাপ দিলে তিনটি চেক প্রদান করা হয়। চেকের টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। পরবর্তী সময়ে রাজীব টাকা চাইলে তাঁকে হত্যার হুমকি দেন আসামি।
এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর রাজীব কায়সার বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় এম এ আউয়ালসহ তিনজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কলাবাগান থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। কলাবাগান থানা আদালতের নির্দেশে মামলা রুজু করেন।
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৮ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৩ মিনিট আগে