রোগী সেজে ভুয়া চিকিৎসক ধরলেন এনএসআইয়ের গোয়েন্দা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা ছদ্মবেশে নারায়ণগঞ্জে একটি ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে যান। কয়েক মাস ধরে সেখানকার চিকিৎসকের কাছে সেবা নিতে থাকেন এবং তাঁকে পর্যবেক্ষণে রাখেন। একপর্যায়ে ওই ব্যক্তি চিকিৎসক ভুয়া বলে নিশ্চিত হন তিনি। 

আজ রোববার সকালে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হলে নারায়ণগঞ্জে শহরের সুপার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানাসহ ওই ভুয়া চিকিৎসককে ১ বছর কারাদণ্ড দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্ত ওই ভুয়া চিকিৎসকের নাম—মোস্তফা মিজানুর রহমান। তিনি শহরে ডিআইটি এলাকার সুপার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখতেন এবং সনোলজিস্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘মিজানুর রহমান নিজেকে ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেছেন। তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসক নিয়োগের কাগজপত্র না থাকা এবং অসহযোগিতার কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত