Ajker Patrika

বনানীতে ১৮৬৬ বোতল মদসহ আটক ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বনানীতে ১৮৬৬ বোতল মদসহ আটক ১

রাজধানীর বনানী থেকে পিকআপ ভ্যান বোঝাই মদসহ মাসুদ বিশ্বাস (৩৪) নামে একজনকে আটক করেছে র‍্যাব-১।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বনানীর জি ব্লক থেকে তাকে আটক করা হয়। বিকেলে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান।

আটক ওই যুবক গোপালগঞ্জের বাসিন্দা। বর্তমানে গুলশান-১ এর লেকের পূর্ব পাশের মান্নান মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া।

র‍্যাব-১ এর এএসপি মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বনানীর জি ব্লকে অভিযান চালিয়ে ১ হাজার ৮৬৬ বোতল মদসহ মাসুদ বিশ্বাসকে আটক করা হয়। এসব মদ একটি পিকআপ ভ্যানে বোঝাই ছিল। এসময় ওই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত