গাইবান্ধায় শিক্ষার্থীদের মিছিলে পুলিশের বাধা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬: ৫৩
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে হত্যা, ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের দোয়া ও ছাত্র-জনতার গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। 

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে ‘সাধারণ শিক্ষার্থী গাইবান্ধা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নেন। 

পূর্বঘোষিত দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি অনুযায়ী কাচারি বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ১ নম্বর রেলগেটে সমাবেশের কথা ছিল শিক্ষার্থীদের। কিন্তু পুলিশ তাঁদের সার্কুলার রোডের সামনের দিকে এগোতে দেয়নি। পরে বৃষ্টিতে ভিজে সার্কুলার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। 

এর আগে জুমার নামাজের পরে কাচারি বাজার প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা আড়াইটার পর ব্যানার ও পোস্টার নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যান শিক্ষার্থীরা। এ সময় পার্ক রোড পাবলিক লাইব্রেরি সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিলে বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধায় অতিক্রম করে সার্কুলার মোড়ে পৌঁছান। 

পরে পুলিশ তাঁদের সামনের দিকে আর এগোতে দেয়নি। এ সময় পুলিশের উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকাসেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দেশব্যাপী ছাত্র হত্যা, শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার, নিপীড়ন ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা অবিলম্বে গ্রেপ্তার করা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মুক্তির দাবি জানান। সেই সঙ্গে চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলন ঘিরে ছাত্র হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। 

কর্মসূচিতে কয়েকজন অভিভাবক অংশ নেন। একজন অভিভাবক বলেন, ‘আমার ছেলে আজ ছাত্র-জনতার গণমিছিলে এসেছে। একজন মা হিসেবে আমি বাসায় বসে থাকতে পারিনি। তাই ছাত্রদের গণমিছিলকে সমর্থন জানিয়ে আমি নিজেও বৃষ্টিতে ভিজে অংশ নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত