নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা প্রতিরোধে টিকা গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডির পরিমাণ কমলেও বুস্টার ডোজ দেওয়ার পর পাঁচগুণ অ্যান্টবডি তৈরি হয়। বুস্টার ডোজ নেওয়া ২২৩ জনের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।
গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।
গবেষণায় দুই ডোজ টিকা গ্রহণ সম্পন্ন হওয়ার ১ মাস ও ৬ মাস পর এবং বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, টিকা নেওয়ার পর প্রথম ধাপে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া পাওয়া গেছে। তবে টিকা গ্রহণের ৬ মাসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ কমেছে। কিন্তু বুস্টার ডোজ দেওয়ার পর শতভাগ অংশগ্রহণকারীর শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাছাড়া রক্তের প্যারামিটারগুলোতে কোন পরিবর্তন হয়নি।
বিএসএমএমইউ উপাচার্য জানান, বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা প্রমাণে গবেষণায় উঠে এসেছে, ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণার প্রয়োজন। পাশাপাশি প্রযোজ্য সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরন নিশ্চিত করা অপরিহার্য।
তিনি আরও জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্বাস্থ্য সেবা প্রদানের সঙ্গে জড়িত ছিলেন। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী পূর্ব থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাপানীসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তবে এ ধরনের রোগের কারণে অ্যান্টিবডি তৈরিতে কোন পার্থক্য পরিলক্ষিত হয়নি। ৪২ শতাংশ অংশগ্রহণকারী টিকাগ্রহণের পরে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন, তবে রক্ত জমাট বাঁধা বা অন্য কোন জটিল পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণাকালীন দেখা দেয়নি।
করোনায় বিশ্বব্যাপী এ পর্যন্ত ৪২ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬০ লাখ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ, এর মধ্যে মারা গেছেন প্রায় ২৯ হাজার।
করোনা প্রতিরোধে টিকা গ্রহণের ছয় মাস পর অ্যান্টিবডির পরিমাণ কমলেও বুস্টার ডোজ দেওয়ার পর পাঁচগুণ অ্যান্টবডি তৈরি হয়। বুস্টার ডোজ নেওয়া ২২৩ জনের ওপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএসএমএমইউয়ের উপাচার্য ও গবেষণা দলের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।
গবেষণা প্রকল্পটিতে সহ-গবেষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ।
গবেষণায় দুই ডোজ টিকা গ্রহণ সম্পন্ন হওয়ার ১ মাস ও ৬ মাস পর এবং বুস্টার ডোজ গ্রহণের ১ মাস পর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করা হয়।
অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, টিকা নেওয়ার পর প্রথম ধাপে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া পাওয়া গেছে। তবে টিকা গ্রহণের ৬ মাসের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই অ্যান্টিবডির পরিমাণ কমেছে। কিন্তু বুস্টার ডোজ দেওয়ার পর শতভাগ অংশগ্রহণকারীর শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাছাড়া রক্তের প্যারামিটারগুলোতে কোন পরিবর্তন হয়নি।
বিএসএমএমইউ উপাচার্য জানান, বুস্টার ডোজ গ্রহণের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা প্রমাণে গবেষণায় উঠে এসেছে, ভবিষ্যতে নির্দিষ্ট সময় অন্তর বুস্টার ডোজ প্রয়োগের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য সমসাময়িক গবেষণার প্রয়োজন। পাশাপাশি প্রযোজ্য সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরন নিশ্চিত করা অপরিহার্য।
তিনি আরও জানান, গবেষণায় অংশগ্রহণকারীদের অধিকাংশই স্বাস্থ্য সেবা প্রদানের সঙ্গে জড়িত ছিলেন। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী পূর্ব থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাপানীসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তবে এ ধরনের রোগের কারণে অ্যান্টিবডি তৈরিতে কোন পার্থক্য পরিলক্ষিত হয়নি। ৪২ শতাংশ অংশগ্রহণকারী টিকাগ্রহণের পরে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন, তবে রক্ত জমাট বাঁধা বা অন্য কোন জটিল পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণাকালীন দেখা দেয়নি।
করোনায় বিশ্বব্যাপী এ পর্যন্ত ৪২ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৬০ লাখ প্রাণ হারিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ, এর মধ্যে মারা গেছেন প্রায় ২৯ হাজার।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে