আসার আগে বউয়ের মোবাইল ফোন নিয়ে এসেছি: ঢাকামুখী বিএনপির এক নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে। 

সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন। 

তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত