৩৩ হাজার রিকশাচালকের মাঝে ছাতা বিতরণ করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৯: ৫১
Thumbnail image

প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। এর মধ্যে কড়া রোদে রিকশা চালতে গিয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন চালকেরা। তাই ৩৩ হাজার রিকশাচালককে ছাতা বিতরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল রোববার (২৮ এপ্রিল) গুলশান-২ নগর ভবনের সামনে ছাতা বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার বিকেলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন শিমুল আজকের পত্রিকাকে বলেন, ডিএনসিসির আওতাধীন এলাকার রিকশাওয়ালাদের মাঝে ৩৩ হাজার ছাতা বিতরণ করা হবে। এরই মধ্যে ছাতা তৈরির কাজ শেষ হয়েছে। আগামীকাল রোববার কর্মসূচি উদ্বোধনের পর ডিএনসিসি বিভিন্ন এলাকায় রিকশাচালকদের ছাতা দেওয়া হবে। এর জন্য সিটি করপোরেশন থেকে রিকশার চালক, গ্যারেজ ও রিকশা মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সব ছাতা বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, এপ্রিলের শুরু থেকে শনিবার পর্যন্ত সব মিলিয়ে ২৮ দিন টানা তাপপ্রবাহ চলছে। ৭৬ বছরের মধ্যে এটিই দেশের দীর্ঘতম তাপপ্রবাহের রেকর্ড। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত