নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর বায়তুল মোকাররম থেকে গণমিছিল শুরু হয়েছে। পরে সেই মিছিল পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়।
আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার দিকে মুসল্লিদের এই গণমিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় হয়ে প্রেসক্লাবে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’
এর আগে গতকাল দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন, সড়ক-দেয়াল রাঙান লাল রঙে, বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষেরাও।
এ ছাড়া অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে ‘জুলাই ম্যাসাকার’ এবং ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পোস্টের মাধ্যমে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা করা হয়।
এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।
রাজধানীর বায়তুল মোকাররম থেকে গণমিছিল শুরু হয়েছে। পরে সেই মিছিল পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়।
আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার দিকে মুসল্লিদের এই গণমিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় হয়ে প্রেসক্লাবে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’
এর আগে গতকাল দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন, সড়ক-দেয়াল রাঙান লাল রঙে, বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষেরাও।
এ ছাড়া অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে ‘জুলাই ম্যাসাকার’ এবং ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পোস্টের মাধ্যমে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা করা হয়।
এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৩ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৩ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৪ ঘণ্টা আগে