ব্যারিকেড ভেঙে বায়তুল মোকাররম থেকে মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১৬: ২৬
Thumbnail image

রাজধানীর বায়তুল মোকাররম থেকে গণমিছিল শুরু হয়েছে। পরে সেই মিছিল পল্টনে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। 

আজ শুক্রবার জুমার নামাজের পর বেলা ২টার দিকে মুসল্লিদের এই গণমিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় হয়ে প্রেসক্লাবে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের। 

বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’ 

পুলিশের ব্যারিকেড ভেঙে বায়তুল মোকাররম থেকে গণমিছিল শুরু করে মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা 

এর আগে গতকাল দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইন ও অফলাইনে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করা হয়। 

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন, সড়ক-দেয়াল রাঙান লাল রঙে, বিক্ষোভ মিছিল করেন। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিক্ষক, আইনজীবী, বিনোদন ও সাংস্কৃতিক জগতের মানুষেরাও।

এ ছাড়া অনলাইনে হ্যাশট্যাগ দিয়ে ‘জুলাই ম্যাসাকার’ এবং ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পোস্টের মাধ্যমে নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণা, শহীদ ও আহতদের পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণা করা হয়।

এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত