যুগ্ম জেলা জজ পদে ১১১ জনের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২, ২৩: ৫৯

সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১১ জন বিচারক। অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২ জন। আর সহকারী জজ থেকে সিনিয়র সহকারী জজ পদে একজনের পদোন্নতি হয়েছে। তবে যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ হিসেবে ৩ জনের পদোন্নতি আটকে গেছে। তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে সততার প্রশ্নে বিরূপ মন্তব্য থাকায় পদোন্নতি দেওয়া হয়নি।

সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় গত বৃহস্পতিবার এসব সিদ্ধান্ত হয় বলে একটি সূত্রে জানা গেছে। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুল কোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি অংশ নেন। ওই সভায় ২০২৩ সালের সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আদালতের সময়ে পরিবর্তন আনা হয়। যা রোববার থেকে কার্যকর হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত