Ajker Patrika

মশার লার্ভা: পেট্রোবাংলা, টিসিবিসহ সরকারি চার ভবনকে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৮: ০৫
মশার লার্ভা: পেট্রোবাংলা, টিসিবিসহ সরকারি চার ভবনকে ২০ লাখ টাকা জরিমানা

ডেঙ্গু জ্বরের বিস্তার ঠেকাতে মশকনিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিশেষ অভিযান চলছে। আজ সোমবার তৃতীয় দিনে মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ান বাজার এলাকায় চার সরকারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।

মশার লার্ভার অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো পেট্রোবাংলা, টিসিবি, যমুনা ওয়েল ভবন ও বিটিএমসি ভবন।

অভিযান শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পেট্রোবাংলা একটি সরকারি প্রতিষ্ঠান; এর নিচেও মশার চাষ হচ্ছে। পেট্রোবাংলার গাড়ির গ্যারেজে আমরা মশার লার্ভা দেখতে পেয়েছি। এর আগে জাহাঙ্গীর টাওয়ারে গেলাম সেখানেও মশার লার্ভা দেখতে পেয়েছি।’

মেয়র আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া খুবই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এ সকল সরকারি প্রতিষ্ঠানের সবার সঙ্গে মিটিং হয়েছে, তারা বলেছে দায়িত্ব পালন করবে। কিন্তু এই দায়িত্ব পালন শুধু মুখে মুখেই, বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পেতাম না।’

জরিমানা করার বিষয়ে মেয়র বলেন, ‘এই যে আজকে পেট্রোবাংলাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সে জরিমানা তো করতে হতো না, যদি তারা ন্যূনতম দায়িত্ব নিত। এখন একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন, তাহলে তো হয়ে যায়। আমি মনে করি, সকলকে দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব এক সিটি করপোরেশনের ওপর দিলে হবে না।’

মশার লার্ভা পাওয়ায় বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘আমাদের বেজমেন্টের নিচে ড্রেনের কাজ করা হচ্ছে। আমরা অনেক সতর্ক ছিলাম। যদি কাজ করা অবস্থায় এখানে মশার লার্ভা পাওয়া যায়, তাহলে তা ঠিকাদারের দোষ। তাই আমরা এই বিষয়টা চিহ্নিত করে আসল দোষ কার, তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

জরিমানার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ বলেন, ‘আজকে বিভিন্ন নাম করা সরকারি প্রতিষ্ঠানের আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজে মশার লার্ভা পাওয়া যায়। এ সকল ভবনের পার্কিংয়ে যারা দায়িত্ব পালন করে, তারা তাদের কাজটি ঠিকমতো করেনি। তাই উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতে দণ্ডবিধি ২৬৯-এর আওতায় এ সকল ভবন কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। এই জরিমানা হচ্ছে একটা মেসেজ—কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশকনিধন অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত