নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার দোহার উপজেলায় মারধরের ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার সাংবাদিক শরীফ হাসান মিয়া। আহত শরীফ হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দৈনিক আজকের পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ইতিমধ্যে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক শরীফ হাসান হামলার বিষয়ে বলেন, ‘জয়পাড়া কলেজে ছাত্রলীগের কয়েকজন সদস্য একটি ছেলেকে মারধর করছিল। আমি তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই এবং ওই ঘটনা আমার মোবাইলে ধারণা করার চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তার নির্দেশে অর্পণ পাল, অনিক ফারহান, জিসান আহমেদ ও ঈশান আহমেদসহ আরও বেশ কয়েকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদের বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর আব্দুর রহমান শান্ত বলে—ও সাংবাদিক ওরে আরও বেশি করে পেটা।’
এ ঘটনার বিষয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতির আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে যদি ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো একজনের অপরাধের দায় সংগঠন গ্রহণ করবে না।’
এ ঘটনায় দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে মানববন্ধন করবে দোহার প্রেসক্লাব।’
দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে সাংবাদিককে দেখতে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকার দোহার উপজেলায় মারধরের ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্রলীগের কর্মীদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার সাংবাদিক শরীফ হাসান মিয়া। আহত শরীফ হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দৈনিক আজকের পত্রিকার দোহার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
ইতিমধ্যে এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি করেছে। বিভিন্ন মহল থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক শরীফ হাসান হামলার বিষয়ে বলেন, ‘জয়পাড়া কলেজে ছাত্রলীগের কয়েকজন সদস্য একটি ছেলেকে মারধর করছিল। আমি তখন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই এবং ওই ঘটনা আমার মোবাইলে ধারণা করার চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তার নির্দেশে অর্পণ পাল, অনিক ফারহান, জিসান আহমেদ ও ঈশান আহমেদসহ আরও বেশ কয়েকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদের বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পর আব্দুর রহমান শান্ত বলে—ও সাংবাদিক ওরে আরও বেশি করে পেটা।’
এ ঘটনার বিষয়ে দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতির আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। ঘটনার সঙ্গে যদি ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের সঙ্গে ছাত্রলীগের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কোনো একজনের অপরাধের দায় সংগঠন গ্রহণ করবে না।’
এ ঘটনায় দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে মানববন্ধন করবে দোহার প্রেসক্লাব।’
দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে সাংবাদিককে দেখতে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আবারও পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের পাশে...
২ মিনিট আগেচাঁদপুরে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সিরাজুল ইসলাম গাজী (৭২) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের মধ্য ইচলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় ভাতিজার মারধরের শিকার হয়ে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বালাপালা ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের বাগবাড়ী এলাকার মেঘনা সড়কের মুখে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে