নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা; ন্যায্যমূল্যের দোকান চালু করা ও সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজানের আগেই বর্তমানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, রমজান মাসে দাম বাড়বে না। কিন্তু বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
বক্তারা আরও বলেন, সরকার এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনার কথা বলছে। কিন্তু মাত্র এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনলে সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী সবাইকে এই রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সংখ্যা সারা দেশে বাড়াতে হবে ৷ তা না হলে শ্রমজীবীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবে না। তাই বিরোধী দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন করে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
দেশের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা; ন্যায্যমূল্যের দোকান চালু করা ও সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজানের আগেই বর্তমানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, রমজান মাসে দাম বাড়বে না। কিন্তু বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
বক্তারা আরও বলেন, সরকার এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনার কথা বলছে। কিন্তু মাত্র এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনলে সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী সবাইকে এই রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সংখ্যা সারা দেশে বাড়াতে হবে ৷ তা না হলে শ্রমজীবীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবে না। তাই বিরোধী দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন করে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে