রমজানে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় শুরু করল টিকে গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১৫: ২১
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫: ৫৪

আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সাশ্রয়মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিকে গ্রুপ। আজ রোববার সকালে কারওয়ান বাজারে পেট্রো বাংলার সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মধ্যে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এই কার্যক্রম উদ্বোধন করেন। 

টিকে গ্রুপের প্রতিনিধি জানান, টিকে গ্রুপের পক্ষ থেকে প্রতিবছর রমজানের আগে তেল, আটা, ময়দা, সুজি, ডাল, দুধসহ বেশ কিছু পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হয়। এই কার্যক্রম রমজান মাসব্যাপী সারা দেশে চলমান থাকবে। বর্তমানে দেশের ২০-২২টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তিনি সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ মহাপরিচালক সফিকুজ্জামান টিকে গ্রুপের এই উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাতে রমজানে শত শত পণ্যে ছাড় দেওয়া হয়েছে। এ মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় অধিদপ্তরের পক্ষ থেকে করপোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতি সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রির আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে টিকে গ্রুপ ৫০টির বেশি ভোগ্যপণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে। 

মহাপরিচালক আরও জানান, আগামী ১১-১২ থেকে আসন্ন ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বিভিন্ন সুপার শপ বিভিন্ন ভোগ্যপণ্য বিশেষ ছাড়ে বিক্রি করবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত